Akij Takaful: FAQ
Policy Servicing
১) পলিসি বার্ষিকী কি?
(What is a policy anniversary?)
উত্তর: একটি বীমা প্রস্তাব পলিসিতে পরিণত হবার মাস কে
পলিসি বার্ষিকী বলা হয়।
(The Policy
Anniversary refers to the month when the proposal commences to become a policy.)
২) আমি যদি সময়মতো আমার পলিসির প্রিমিয়াম পরিশোধ না
করি তাহলে কি হবে?
(What happens if I do not pay my policy
premium on time?)
উত্তর: আপনার
পলিসিটি ল্যাপস হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনার বীমা সুরক্ষা/কভারেজ বলবত থাকবে
না এবং ল্যাপস এর
সময়কালে কোনো বীমা দাবির জন্যও
যোগ্য হবে না।
(Your policy
might lapse. You will not have insurance protection/ coverage, and will also
not be entitled for any insurance claim during the lapse period.)
