বঙ্গবন্ধু শিক্ষা বীমা
শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান হতে তাদের ঝরে পড়া রোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃর্পক্ষের উদ্যোগে প্রবর্তিত হয়েছে “বঙ্গবন্ধু শিক্ষা বীমা” পরিকল্প। কোমল মতি শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত শিক্ষা জীবনের ধারাবাহিকতা বজায় রাখতে “বঙ্গবন্ধু শিক্ষা বীমা” পরিকল্পটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে প্রচলন করা প্রয়োজন। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর সাথে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপবীমা চুক্তি সম্পাদনের মাধ্যমে “বঙ্গবন্ধু শিক্ষা বীমা” প্রচলন পূর্বক শিক্ষার্থীদের শিক্ষা জীবন আর্থিক ঝুঁকিমুক্ত রাখা যাবে।
বীমাগ্রহীতা | সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ |
বীমা সুবিধা ভোগীর নাম | শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। |
বীমাকৃত ব্যক্তি ( যার বীমা ঝুঁকি গ্রহন করা হবে ) | শিক্ষার্থীর পিতা/মাতা/আইনগত অভিভাবকের যে কোন একজন বীমাকৃত হবেন। |
বয়স সীমা | ১.শিক্ষার্থীদের জন্য : শিক্ষার্থীদের ন্যূনতম বয়স ৩ বছর এবং সর্বোচ্চ ১৭ বছর। ২. বীমাকৃত ব্যক্তি (অভিভাবক) এর জন্য : শিক্ষার্থীদের পিতা/মাতা/আইনগত অভিভাবকের ক্ষেত্রে ন্যূনতম ২৫ বছর এবং সর্বোচ্চ বয়স ৬৪ বছর পর্যন্ত। |
বীমার মেয়াদ | ০১ থেকে ১৫ বছর পর্যন্ত। |
ব্যাখ্যা | পলিসির মেয়াদ শিশুর বয়সের উপর নির্ধারিত হবে। পলিসির মেয়াদ শেষ হবে শিশুর বয়স ১৮ বছর পূর্ণ হলে। শিশুর বয়স ৩ বছর হলে পলিসির মেয়াদ হবে ১৮ - ৩ = ১৫ বছর। একই ভাবে ১৮ বছর থেকে শিশুর বর্তমান বয়স বাদ দিয়ে মেয়াদ নির্ধারিত হবে। |
মাসিক বৃত্তি | মাসিক বৃত্তি টাকা ৫০০ বা তার গুণিতক ( ঝুঁকি সংঘটিত হওয়ার পর থেকে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত ) |
বার্ষিক প্রিমিয়াম | টাকা ৮৫ বা তার গুণিতক। |
উদাহরণ :
প্রস্তাব নং | মাসিক বৃত্তির পরিমান (টাকা) | বার্ষিক প্রিমিয়াম | প্রস্তাব নং | মাসিক বৃত্তির পরিমান (টাকা) | বার্ষিক প্রিমিয়াম |
১ | ৫০০ | ৮৫ | ৬ | ৩,০০০ | ৫১০ |
২ | ১,০০০ | ১৭০ | ৭ | ৩,৫০০ | ৫৯৫ |
৩ | ১,৫০০ | ২৫৫ | ৮ | ৪,০০০ | ৬৮০ |
৪ | ২,০০০ | ৩৪০ | ৯ | ৪,৫০০ | ৭৬৫ |
৫ | ২,৫০০ | ৪২৫ | ১০ | ৫,০০০ | ৮৫০ |
পরিকল্প এর সুবিধা সমূহ:
ক. মৃত্যু (Death) জনিত সুবিধা : বীমা কৃত ব্যক্তি (শিক্ষার্থীর পিতা/মাতা/ আইনগত অভিভাবক এর অনাকাঙ্খিত মৃত্যুতে চুক্তি
অনুযায়ী মাসিক বৃত্তি প্রদেয় হবে।
খ. দুর্ঘটনা জনিত সম্পূর্ণ এবং স্থায়ী অক্ষমতা (Accidental Permanent and Total Disability) (APTD) জনিত সুবিধাঃ দূর্ঘটনা জনিত কারনে বীমাকৃত ব্যক্তির (শিক্ষার্থির পিতা/মাতা/ আইনগত অভিভাবক) এর দুই চোখ, দুই হাত এবং দুই পা এর যে কোন দুই টি অঙ্গ সম্পূর্ণ এবং স্থায়ী ভাবে অক্ষম হলে চুক্তি অনুযায়ী মাসিক বৃত্তি প্রদেয় হবে।
ক্রমিক নং | ক্ষতির বিবরণ | প্রদেয় আর্থিক সুবিধা |
১. | উভয় চক্ষুর দৃক্ষিশক্তি নষ্ট হলে | চুক্তি অনুযায়ী মাসিক বৃত্তি প্রদেয় হবে। |
২. | কব্জি থেকে উভয় হাত কাটা/খোয়া গেলে (Loss) | |
৩. | গোড়ালির উপর থেকে উভয় পা কাটা/খোলা গেলে (Loss) | |
৪. | কব্জির উপর থেকে এক হাত এবং গোড়ালির উপর থেকে এক পা কাটা/খোয়া গেলে (Loss) | |
৫. | এক চক্ষু এবং কব্জির উপর থেকে এক হাত নষ্ট/কাটা/খোয়া গেলে (Loss) | |
৬. | এক চক্ষু এবং গোড়ালির উপর থেকে উভয় পা নষ্ট/কাটা/খোয়া গেলে (Loss) |
অন্যান্য সুবিধা সমূহ :
➢ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিশু প্রিমিয়াম দাতার স্বাস্থ্য সম্পর্কিত ঘোষনা বাধ্যতামূলক নয়।
➢ এ বীমার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে যাবে।
➢ পিতা/মাতা/আইনগত অভিভাবকের অবর্তমানে শিক্ষার্থীদের শিক্ষার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।
➢ বঙ্গবন্ধু শিশু শিক্ষা বীমাটি বাস্তবায়ন হলে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা এদেশে একটি লোকও নিরক্ষর থাকবে না।
স্বপ্নটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
শর্ত সমূহ :
নিম্নলিখিত ঘটনা সংগঠিত হলে মৃত্যুদাবী বা অঙ্গহানী দাবী পরিশোধযোগ্য হবে না :
➢ আত্মহত্যা : পলিসির ১ম বছরে আত্মহত্যা বা স্ব-ইচ্ছায় অঙ্গ বিচ্ছিন্নের ঘটনায়।
➢ AIDS (Acquired Immune Deficiency) জনিত মৃত্যু বা অঙ্গহানি হলে।
➢ যুদ্ধ, যুদ্ধ ঘোষিত এলাকা, বৈদেশিক সেনা বাহিনীর আক্রমন, শত্রুতা, বিদ্রোহ, দাঙ্গা, নাগরিক আন্দোলন,
গৃহযুদ্ধ, বিদ্রোহী, বিপ্লব, ষড়যন্ত্র, মিলিটারী ক্ষমতা বা দখল, সেনাশাসন, অবরোধ অবস্থা বা এত সম্পর্কিত যে
কোন কারনে মৃত্যু বা অঙ্গহানিতে।
➢ ঘোড়া দৌড়, গাড়ী, নৌকা বা অন্য কোন রেস জনিত মৃত্যু বা অঙ্গহানিতে।
➢ বেআইনি কোন কর্মকান্ড জনিত মৃত্যু বা অঙ্গহানিতে।
➢ হত্যা, লাঞ্ছনা, ঝগড়া জনিত মৃত্যু বা অঙ্গহানিতে।
➢ কোন অপরাধ জনিত কর্মকান্ডে লিপ্ত হয়ে মৃত্যু বা অঙ্গহানিতে।
➢ যে কোন ধরনের হার্নিয়া জনিত মৃত্যু বা অঙ্গহানিতে।
➢ গর্ভাবস্থা ও প্রসব জনিত মৃত্যু বা অঙ্গহানিতে।
➢ অ্যালকোহল বা ড্রাগ গ্রহন জনিত মৃত্যু বা অঙ্গহানিতে।
➢ সার্ভিস ট্রাভেল,passenger Aviation Indemnity provision এর বহির্ভূত মৃত্যু বা অঙ্গহানিতে।