Message from Chairman
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা।পার্থিব ও পারলৌকিক
জীবনের সফলতা ইসলামের মূল লক্ষ্য। ইসলামী অর্থ ব্যবস্থার লক্ষ্য হচ্ছে শোষণমুক্ত ও
কল্যাণমূলক সমৃদ্ধ সমাজ গড়ে তোলা। বর্তমান বিশ্বে প্রযুক্তি ও অবকাঠামোগত
আধুনিকায়নের কল্যাণে প্রতিনিয়ত সমৃদ্ধ আর উন্নত হচ্ছে পৃথিবী। মুহূর্তেই ছুটে
বেড়ানো যাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গতির সাথে তাল মিলাতে গিয়ে
মানুষ পতিত হচ্ছে অনাকাংক্ষিত দূর্ঘটনার কবলে। এছাড়া বৈশ্বিক ভূমন্ডলীয় উষ্ণতা
বৃদ্ধির কারণে ঝড়, জলোচ্ছ্বাস, ভূকম্পন, সুনামী সহ নানা
প্রাকৃতিক দূর্যোগও ব্যাপক মাত্রায় পরিলক্ষিত হচ্ছে। জীবনাচারে পরিশুদ্ধতা ও
সচেতনার অভাবে দেখা দিচ্ছে দূরারোগ্য ব্যাধি ও প্রাণঘাতি মহামারি। দূর্ঘটনা ও এইসব
নানাবিধ কারণে অকল্পনীয় ক্ষতির সাথে সাথে মানুষের জীবন হয়ে উঠেছে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ।
এমতাবস্থায় অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলা, বেকারত্ব দূরিকরণ, সুদমুক্ত অর্থনৈতিক
ব্যবস্থার সম্প্রসারণ এবং সর্বোপরি অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জীবনবীমার সেবা
সম্প্রসারণ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। এ লক্ষ্যে, আকিজ ভেঞ্চার গ্রুপ বাংলাদেশের
সকল স্তরের মানুষের সেবা গ্রহণের প্রয়োজনে নিয়ে এসেছে আকিজ তাকাফুল লাইফ
ইন্স্যুরেন্স পিএলসি। ইতোমধ্যে বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবীদদের নিয়ে একটি
শরী’আহ বোর্ড গঠন করা হয়েছে। শরী’আহ বোর্ডের দিক নির্দেশনায় শতভাগ নিষ্ঠা ও সততার
মাধ্যমে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি জনগনের দোরগোড়ায় সেবা প্রদানে বদ্ধ
পরিকর। মহান রাব্বুল আ’লামীন তাঁর দিক নির্দেশনা মেনে এ কার্যক্রম পরিচালনা করার
তাওফিক দান করুন।
Sk. Shamim Uddin
Chairman
Akij Takaful Life Insurance PLC