How To Pay Premium

১) নির্ধারিত ইএফটি  (EFT)- ফর্ম যথাযথভাবে পুরণ করে আমাদের গ্রাহক সেবা বিভাগে প্রেরণ করলে পরবর্তীতে আপনার প্রদেয় সকল প্রিমিয়াম স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময়ে আপনার একাউন্ট থেকে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স-এর একাউন্টে জমা হয়ে যাবে। এক্ষেত্রে আপনার একাউন্টে প্রিমিয়ামের সমপরিমান ন্যুনতম ব্যালেন্স থাকা বাঞ্ছনীয়।

 

২) সরাসরি কোম্পানির নামে (আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি) একাউন্ট পেয়ী চেক-এর মাধ্যমে আপনার প্রিমিয়ামের টাকা জমা করা যাবেএক্ষেত্রে আপনার নাম ও পলিসি নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

 

) আপনি আপনার নিকটস্থ নিম্নে উল্লিখিত  ব্যাংকগুলোর যে কোন শাখায় আপনার প্রিমিয়ামের টাকা সরাসরি জমা করতে পারবেন। জমা রশিদের উপর আপনার নাম এবং পলিসি নম্বর অবশ্যই উল্লেখ করবেন।



ব্যাংকের নাম
হিসাবের নাম
হিসাব নম্বরঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
২০৫০২১৩০৯০০০২১৬১০
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
২৪৬১১০০০০৮৯২২
পুবালী ব্যাংক লিমিটেড
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
৩৫৫৬৯০১০০২২১৮

৪) নগদ (Nagad) একাউন্টের মাধ্যমে সরাসরি প্রিমিয়ামের টাকা জমা করতে পারবেন

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর নগদ নম্বর- ০১৯৫৮৩৮৩৯৩৯

৫) অনলাইন পেমেন্ট -  Pay Premium

৬) রকেট (Rocket) একাউন্টের মাধ্যমে সরাসরি প্রিমিয়ামের টাকা জমা করতে পারবেন

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর রকেট  BILER ID: ATLI 2277