‘আকিজ তাকাফুল হেল্থ কেয়ার সার্ভিস’ উদ্বোধনের মধ্য দিয়ে আকিজ তাকাফুল উন্মোচন করলো গ্রাহক সেবায় এক নতুন দিগন্ত
রাজধানীর আকিজ হাউজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘আকিজ তাকাফুল হেল্থ কেয়ার সার্ভিস’-এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জয়নুল বারী, মাননীয় চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুল হাসান, মাননীয় সদস্য (লাইফ) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মাননীয় চেয়ারম্যান জনাব শেখ শামীম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালকমন্ডলীর সদস্য জনাব মীর মাহফুজ উর রহমান, জনাব মোঃ ফুয়াদ হোসেন, জনাব নিজামুল ইসলাম, এফসিএ, জনাব রেজাউল করিম এবং স্বতন্ত্র পরিচালক জনাব আসিফুর রাহমান, এফসিএ।
অনুষ্ঠানটির সমন্বয়কারী হিসেবে ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা, জনাব মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোম্পানীর চীফ অপারেটিং অফিসার, জনাব মোহাম্মদ মাসুদুজ্জামান খান।
এখন থেকে আকিজ তাকাফুল- এর সম্মানিত গ্রাহকগণ এই সার্ভিস-এর মাধ্যমে সহজ শর্তে কোন রকম খরচ ছাড়াই ডাক্তার কন্সাল্টেন্সি সহ ই-প্রেসক্রিপশনের সুবিধা পাবেন। এর সাথে আরও পাবেন হোম কলিং ডাক্তার, ঘরে বসে স্যাম্পল কালেকশনে ডিস্কাউন্ট সুবিধা সহ ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাম্বুলেন্স বুকিং সুবিধা। বাংলাদেশের বীমা জগতে এই প্রথম এ ধরনের সেবা প্রদানের মাধ্যমে আকিজ তাকাফুল গ্রাহক সেবায় একটি নতুন মাইল ফলক স্থাপন করলো।