Akij Takaful: FAQ

Group Insurance

১) আমরা যদি আপনার কোম্পানীতে গ্রুপ ইন্স্যুরেন্স করতে চাই তাহলে ন্যূনতম কতজন কর্মী লাগবে?

(How many employees do we need if we want to get Group Insurance from you?)

উত্তর: আপনি যদি আমাদের কাছ থেকে গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা পেতে চান তাহলে আপনার প্রতিষ্ঠানে ন্যূনতম ২০ জন কর্মী  থাকা লাগবে।

(You will need minimum 20 employees if you want to get Group Insurance from us.)

২)  গ্রুপ বেনিফিট কি কি কভার করে?

 (What do Group Benefit covers?)

উত্তর: গ্রুপ এর সুবিধাগুলি বিভিন্ন ক্ষেত্রকে কভার করে। বিস্তৃত বিভাগগুলি হল মেডিসিন, ডেন্টাল, ভিশন কেয়ার, হেলথ কেয়ার, হাসপাতাল কভারেজ, দীর্ঘ ও স্বল্পমেয়াদী অক্ষমতা, জীবন ও দুর্ঘটনা বীমা, গুরুব্যাধী বীমা ইত্যাদি।

(Group Benefits cover many different areas. The broad categories are Medicines, Dental, Vision Care, Health Care, Hospital Coverage, Long & Short-Term Disability, Life & Accident Insurance, Critical Illness Insurance etc.)

৩) গ্রুপ বেনিফিট কি করযোগ্য সুবিধা?

(Are Group Benefits Taxable Benefits?)

উত্তর: হ্যাঁ, গ্রুপ বেনিফিট সম্পূর্ণভাবে করযোগ্য সুবিধা।

Ans: Yes, Group Benefits are completely Taxable Benefits.

৪) কর্মচারীদের বিভিন্ন সুবিধা থাকতে পারে?

  (Can employees have different benefits?)

উত্তর: হ্যাঁ, আপনি কর্মচারী গ্রুপের উপর ভিত্তি করে বিভিন্ন সুবিধা পাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। (যেমন ব্যবস্থাপনা, মালিক ইত্যাদি) এটি flexible.

(Yes, you can decide to have different benefits based on employee groups. (i.e. management, owners etc.) This can be flexible.)